যশোর : সদ্যবিদায়ী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফিরেছেন। গতকাল শুক্রবার (০২ অক্টোবর) বিকালে তিনি বেনাপোল ইমিগ্রশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে ভারতে প্রবেশ করেন।
জানা গেছে, বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গলী দাশের স্থলে যোগদান করবেন বিক্রম দোরাই স্বামী।
এর আগে রিভা গাঙ্গলী দাশ বেনাপোল চেকপোষ্ট পৌঁছালে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার এস এম শামীমুর রহমান, রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্যা, শার্শা উপজেলা নির্বাহী কর্মাকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডোল, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান ও ইমিগ্রেশন ওসি আহসান হাবিব তাকে ফুল দিয়ে বিদায় জানান।
জানা যায়, গত বছরের পহেলা মার্চ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলার স্থলে রিভা দাশ গাঙ্গলী হাইকমিশনার হিসাবে যোগদান করেন। দেড় বছর পর তিনি কর্মস্থল থেকে বিদায় নেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব রিভা গাঙ্গলী দাশের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।