নালিতাবাড়ী (শেরপুর) : নাকুগাঁও স্থলবন্দর ও মধুটিলা ইপোর্কসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় নালিতাবাড়ী উপজেলাকে অন্তর্ভূক্ত করে শেরপুর জেলায় রেল লাইনের দাবীতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
‘আমাগর বাড়ি নালিতাবাড়ী, চাই আমরা রেলগাড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে প্রথম আলো বন্ধুসভা সোমবার দুপুরে এ মানব বন্ধনের আয়োজন করে।
উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানব বন্ধনে বন্ধুসভার সভাপতি জয় সাহা সভাপতিত্ব করেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাংবাদিক এমএ হাকাম হীরা, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাংবাদিক আব্দুল মান্নান, শিক্ষিকা নাজমুন নাহার প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও মানব বন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবতা, ইউনাইটেড ফর হিউম্যানিটি, বিডি ক্লিন নালিতাবাড়ী, দীপশিখা, উসন ও নালিতাবাড়ী ম্যাগাজিন গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল ইসলাম মাসুম এর কাছে রেলপথ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।