নালিতাবাড়ী (শেরপুর) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ থেকে দরিদ্র গর্ভবর্তী মা ও শিশুদের জন্য গৃহীত আইএসপিপি-যত্ন প্রকল্পের উদ্যোগে সমন্বয় পরিকল্পনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
উপজেলা পরিষদ হলরুমে সোমবার দিনব্যাপী আয়োজিত প্ররিকল্পনা ও প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম। প্রধান হিসেবে প্রকল্পের উপর বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক শেখ মোঃ কাবেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ শেরপুরের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক। এতে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় গণমাধ্যম কর্মী, প্রকল্পের কর্মকর্তা ও মাঠকর্মীরা অংশ নেন।
এসময় জানানো হয়, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে গড়ে ১ হাজার ৩৫১ জন করে দরিদ্র গর্ভবর্তী মা ও শুন্য থেকে সর্বোচ্চ চার বছর বয়স পর্যন্ত শিশুকে এ প্রকল্পের আওতায় এনে শিশুর পাঁচ বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রতি তিন মাসে ৫ হাজার ৬শ করে অর্থ প্রদান করা হবে। সরকারী প্রদত্ত স্বাস্থ্য সেবার পাশাপাশি পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পে উপজেলার সর্বমোট ১৬ হাজার ২২৪ জন গর্ভবতী মা ও শিশু আর্থিক সহায়তা পাবে।