স্টাফ রিপোর্টার: শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় ভিডিও কলের মাধ্যমে ২৪টি মিটারের সংযোগ উদ্বোধন করেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোঃ আলী হোসেন।
সোমবার (৫ অক্টোবর) সকালে এসব সংযোগ উদ্বোধন করেন তিনি। এ কাজে তাকে সহযোগিতা করেছেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী প্রকৌশলী তৌহিদ খান, ঠিকাদার আমিনুল ইসলাম রাজু।
ইঞ্জিনিয়ার আশেক মাহমুদের নেতৃত্বে লাইনম্যান সাইফুল এবং মনসুর আলী মিটার লাগিয়ে এ সংযোগ দেন। শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোঃ আলী হোসেন প্রতিবেদককে বলেন, নতুন ঘরবাড়ি গড়ে ওঠা লোক অফিসে এসে আবেদন করার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেয়ার অঙ্গীকার করেন। যে কোন সমস্যা দালাল বাটপার দের সাথে যোগাযোগ না করে সরাসরি গ্রাহকদের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
তিনি আরো জানান, যদি কোন জায়গা থেকে দালালদের অভিযোগ পাওয়া যায় সাথে সাথে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। তিনি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদান করার পর থেকেই শেরপুর পল্লী সমিতি চিত্র পাল্টে দিয়েছেন বলেন মন্তব্য করেন সাধারণ গ্রাহকরা।