নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শহর আওয়ামী লীগ নেতা প্রভাষক নজরুল ইসলাম বকুল তার সমর্থকদের নিয়ে গণসংযোগ ও বিশাল শোডাউন করেছেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে গড়কান্দা শাহ পরান রাইস মিল চত্বর থেকে শোডাউন শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। শোডাউনটি শহরের নিলামপট্টি, তারাগঞ্জ মধ্যবাজার, কর্মকার পট্টি, উত্তর বাজার, আড়াইআনী বাজার ঘুরে গড়কান্দায় গিয়ে শেষ হয়। শোডাউনকালে মেয়র প্রার্থী নজরুল ইসলাম বকুল তার সমর্থকদের নিয়ে মেয়র পদে ভোটারদের সমর্থন চেয়ে সালাম বিনিময় করেন।
প্রভাষক নজরুল ইসলাম বকুল এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের টানা দুইবার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নালিতাবাড়ী ইংলিশ সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বড় ভাই আব্দুল মোতালেব বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
নজরুল ইসলাম বকুল জানান, নালিতাবাড়ীর মতো একটি সুন্দর শহরকে সাজাতে পরিচ্ছন্ন-সৎ ও শিক্ষিত জনপ্রতিনিধি জরুরী। এ অবস্থায় আমি মনে করি, শহরের ভোটারেরা আমাকে নিরঙ্কুশ সমর্থন জানাবেন। দলীয় মনোনয়ন পেলে আমি অবশ্যই জনগণের রায় নিয়ে বিজয় ছিনিয়ে আনব।