যশোর : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২ টি ওয়ান সুটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। সোমবার ভোরে দৌলতপুর সীমান্তের একটি আমবাগান থেকে এ গান ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র বেচা-কেনার সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল দৌলতপুর সীমান্তের একটি আমবাগানে অভিযান চালায়। বিজিবির অভিযান টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২টি ওয়ান সুটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।