যশোর : যশোরের বেনাপোল সীমান্তে সোমবার দুপুরে পৃথকভাবে অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এ সময় কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে এসে যশোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে রঘুনাথপুর বিওপি হাবিলদার শান্তি মিয়া এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্তের মেইন পিলার ২০/২ এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রঘুনাথপুর গ্রামের সুমন মিয়ার বাড়ি তল্লাশী করে রান্না ঘরের ভিতর থেকে ৪০ কেজি ও সর্বাঙ্গহুদা গ্রামের বকুল হোসেন এর বাড়ি তল্লাশী করে কবুতরের বাক্স থেকে ৩৬ কেজি ভারতীয় গাঁজাসহ সর্বমোট ৭৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার সিজার মূল্য দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।