নালিতাবাড়ী (শেরপুর) : চলতি বর্ষায় তীব্র নদী ভাঙ্গন ও ব্যাপক সমালোচনা-প্রতিবাদের পর অবশেষে কঠোর অবস্থানে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশে ভোগাইয়ের ইজারাকৃত ১২.৩২ একর ব্যাতীত অন্যসব স্থান থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে নিষিদ্ধ এলাকা থেকে উত্তোলিত প্রায় ত্রিশ হাজার ঘনফুট বালু জব্দ করে বিক্রি ও পরিবহণ নিষিদ্ধ করেছে প্রশাসন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সরেজমিনে পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম এ নির্দেশনা জারি করেন।
প্রশাসন সূত্র জানায়, চলতি বাংলা ১৪২৭ সনে ভোগাই নদীর মন্ডলিয়াপাড়া, ফুলপুর, আন্দারুপাড়া ও কেরেঙ্গাপাড়া এ চার মৌজায় মোট ১২ একর ৩২ শতক নদীর চর থেকে বালু উত্তোলন করা যাবে। এর বাইরে অন্য কোন মৌজা এমনকি এসব মৌজার নির্দিষ্ট সীমানা বা পরিমাণের বাইরে থেকেও বালু উত্তোলন নিষিদ্ধ।
এদিকে ভোগাই নদীর কালাকুমা এলাকায় অভিযান চালিয়ে ২টি স্যালুচালিত ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন। একইসঙ্গে কালাকুমা এলাকা থেকে উত্তোলিত মজুদকৃত প্রায় ত্রিশ হাজার ঘনফুট বালু জব্দ করে ওইসব বালু বিক্রি ও পরিবহণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শুধু তাই নয়, ওইসব বালু বিক্রি ও পরিবহন আটকাতে রাস্তায় গাছের খুঁটি পুঁতে প্রশাসনের নির্দেশে যানবাহন চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, যদি কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদী রক্ষায় কোনভাবেই নিয়মের বাইরে বালু উত্তোলন করতে দেওয়া হবে না।