শেরপুর : চিনিকল বন্ধ বা রাষ্ট্রীয় নয় বরং আধুনীকিকরণসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিল্পমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা।
বুধবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের ডেস্কে এ স্মারকলিপি পেশ করেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক রাজিয়া সুলতানা। এসময় ওয়ার্কার্স পার্টি নেতা মুসলেম উদ্দিন ও হামজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লেখিত ৭ দফা দাবিগুলো হলো- চিনি শিল্পকে রাষ্ট্রীয় শিল্প হিসেবে আধুনিকায়ন করা, প্রতিটি চিনি শিল্পের সাথে একটি ডিস্টিলারি বা বাণিজ্য কেন্দ্র যুক্ত যা শিল্পকে শক্তিশালী করবে, আখের উচ্ছিষ্ট দিয়ে কাগজ বা হার্ড বোর্ড শিল্প গড়ে তোলা, চিনি অবিক্রীত না রেখে রপ্তানির জন্য আমদানীকারকদের সুযোগ দেওয়া ইত্যাদি। স্মারকলিপিতে বলা হয়, বহু আগে পাকশি কাগজ কল এভাবে চালু থাকলেও তা বন্ধ করে দেয়া হয়।