1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

ধর্ষণে অভিযুক্ত হারুন কৃষক লীগের কেউ নন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে ধর্ষণে অভিযুক্ত গৃহকর্তা হারুনুর রশিদ (৩৫) কৃষক লীগের কেউ নন বলে বিবৃতি দিয়েছেন উপজেলা কৃষক লীগের আহবায়ক ও মরচিপুরান ইউপি চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম শফিক। ঘাইলারা গ্রামে নিজ গৃহকর্মী কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হারুনুর রশিদকে বিভিন্ন গণমাধ্যমসহ ফেসবুকে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বলে প্রচারণা করায় তিনি এ বিবৃতি দেন।
খন্দকার শফিক জানান, যেখানে আমাদের উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটি দিয়ে কার্যক্রম চলছে এবং এখনও পযন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি, সেক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে কোন পূর্ণাঙ্গ কমিটিও আমরা করিনি। ওই ইউনিয়নে আমাদের স্বাক্ষরিত কৃষক লীগের অনুমোদিত কোন কমিটি নেই। কাজেই ঘাইলারা গ্রামের হারুনুর রশিদের সাথে কৃষক লীগের কোন সম্পৃক্ততা নেই।
তিনি আরও জানান, দলের ভাবমূর্তি নষ্ট করতে কতিপয় রাজনৈতিক ব্যক্তি ও স্বাধীনতাবিরোধী গণমাধ্যমগুলো এমন প্রচারণায় নেমেছে। আমরা উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে এমন অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।
দলীয় হাই কমান্ডের নির্ভরযোগ্য সূত্র জানায়, হারুন এমন কোন বিশেষ ব্যক্তি নয় যে কৃষক লীগের সভাপতির পদ তাকে দিতে হবে। সে আমাদের কেউ নয়। বরং গত উপজেলা পরিষদ নির্বাচনেও আমাদের দলীয় প্রার্থীর পক্ষে তাকে দেখা যায়নি। সে প্রতিপক্ষের হয়ে সরাসরি কাজ করেছে। কাজেই হারুন আমাদের দলের কোন কর্মীও নন।
উল্লেখ্য, হারুনুর রশিদ তার দশ বছর বয়সী গৃহকর্মীকে গত আগস্ট মাসের বিভিন্ন সময় ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। বুধবার বিকেলে নালিতাবাড়ী থানায় হারুনুর রশিদসহ ৮ জনের বিরুদ্ধে একটি মামলা করে কিশোরীর পিতা হযরত আলী। বুধবার মধ্যরাত পর্যন্ত এজাহারভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com