1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ, অবরোধ ও মানব বন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দেশব্যাপী অব্যাহত ধর্ষণসহ নারী ও শিশুর প্রতি সহিংসতা ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ, সড়ক অবরোধসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়ণরত শিক্ষার্থীরা।
‘আমার সোনার বাংলায় ধর্ষণের ঠাঁই নাই, এসো সবাই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হই’ মূল স্লোগান ধারণ করে শিক্ষার্থীরা ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড় নামক স্থানে সকাল ১০ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- স্মরণ সরকার, সাকিব চৌধুরী, প্লাবন শুভ, তানভীর রাহিদ, সৌমিক হোসেন সোহান, সাকিব, শোভন মল্লিক, ফয়সাল মাহমুদ, নিয়মুল করিম শান্ত, সুমন, মাজেদুর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে দিনাজপুর-ফুলবাড়ী-বগুড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাস্তার মাঝে অবস্থান নিয়ে দেশব্যাপী অব্যাহত ধর্ষণসহ নারী ও শিশুর প্রতি নিষ্ঠুর সহিংসতার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এ সময় সড়কের উভয় প্রান্তে ছোটবড় দুই শতাধিক যানবাহন আটকা পরে। অবরোধ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে ফুলবাড়ী পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com