1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

ফুলবাড়ীতে পৌণে দুই কোটি টাকা ব্যয়ে হাটের অবকাঠামো উন্নয়ন কাজ উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়নের রুদ্রানী হাটের অকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
রুদ্রানী স্কুল এন্ড কলেজ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রায়হানুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু প্রমুখ।
ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রায়হানুল ইসলাম বলেন, দেশব্যাপী গ্রামীণ হাটবাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এক কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে রুদ্রানী হাট নির্মাণ কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে শুরু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com