1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

শ্রীবরদীতে ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকদের দ্রুত বিচার কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শ্রীবরদী সরকারি কলেজের সামনে ফেসবুক গ্রুপ শ্রীবরদী হেল্পলাইনের আয়োজনে আধা ঘন্টাব্যাপী ওই মানবন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় ধর্ষকদের দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে বক্তব্য রাখেন শ্রীবরদী হেল্পলাইন গ্রুপের এডমিন রুমান, সানজিদ হাসান, রাকিবুল হাসান রকি, রুহুল আমিন, শারমিন আক্তার শান্তি প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন সময়ে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ায় দিনদিন ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে এবং ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান। পরে প্রতিবাদের অংশ হিসেবে মানববন্ধনে মুখে আঙ্গল দিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com