1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

কুয়াকাটায় জলবায়ু সহনশীল নগরী-শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় সামাজিক উন্নয়ন সংস্থা ‘বাদাবন সংঘ’ আয়োজিত জলবায়ু সহনশীল নগরী শীর্ষক প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুই দিনব্যাপী হোটেল বনানী প্যালেস-এর হলরুমে এ সভা শুরু হয়।
বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আ: বারেক মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রকৌশলী সাজেদুল আলম, ১নং ওয়ার্ড কুয়াকাটা পৌর কাউন্সিলর মো: হাবিব শরিফ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর তোফায়েল আহমেদ তপু। আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা বলেন, কুযাকাটা পৌরসভার পক্ষ থেকে প্রকল্পের সাফল্য কামনা ও যে কোনো সময় সবধরণের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং প্রকল্পের নির্বাহী পরিচালককে উক্ত প্রোগ্রামের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সামাজিক সংস্থা বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান তার বক্তব্যে বলেন, সংস্থার সকল কার্যক্রম ও জলবায়ু সহনশীল নগরী প্রকল্পটি সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।
তিনি আরও বলেন, জলবায়ু সহনশীল নগরী গড়ে তোলার জন্য স্থানীয় পৌরসভাসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলেই কেবল কুয়াকাটাকে উন্নয়নশীল, টেকসই ও বাস্তসম্মত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন বাদাবন সংঘের প্রোগ্রাম ম্যানেজার শায়লা আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com