রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় আদালতকে দালালমুক্ত করতে আইনজীবীদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভাড়াটে আদালত ভবনের আইনজীবী কক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
আইনজীবী কল্যান সমিতির সভাপতি ও জেলা বারের প্রতিনিধি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, নাথু রাম ভৌমিক, তপন কুমার ভৌমিক, খন্দকার নাসির উদ্দীন, শাহজাহান পারভেজ, সাইদুর রহমান, গোফরান বিশ্বাস, আবুল হোসেন, খন্দকার শাহাব উদ্দীন প্রমুখ।