রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটা পর্যটনকেন্দ্রে “মা ইলিশ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি” এই শ্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের পর মৎস্য বিভাগের উদ্যোগে কয়াকাটার মৎস্য আড়ৎ পট্টিতে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা নৌ-পুলিশ এর ইনচার্জ মোহাম্মদ মাহমুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আশার আ লো জেলে সমিতির সভাপতি নিজাম শেখ, কুয়াকাটা মৎস্য আড়ৎদার সমিতির সাবেক সভাপতি বশির হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ। এই নিষিদ্ধকালীন সময় সারাদেশে পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাবে। সভায় স্থানীয় জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।