1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

হালুয়াঘাটে ইউপি চেয়ারম্যান ইরাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যান ইরাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্বদেশী ইউনিয়নবাসীসহ হালুয়াঘাটের সর্বস্তরের জনগণকে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গেল সপ্তাহের বুধবার উপজেলার স্বদেশী ইউনিয়নের গাজিপুর গ্রামে বালু নেয়াকে কেন্দ্র করে বৃদ্ধ আব্দুল কাদিরকে (৬৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। তার প্রতিবাদে এবং দীর্ঘ দিনের চাপা ক্ষোভে ফুঁসে ওঠে এলাকার সকল শ্রেণী-পেশার মানুষ।
যার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী তিনি আর কেউ নন, হালুয়াঘাট উপজেলার ১২নং স্বদেশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ। রয়েছে তার নিজস্ব বাহিনী, যা ‘ইরাদ বাহিনী’ নামে খ্যাত। সমাজে এমন কোন ঘৃণিত কাজ নেই যা তারা করেন না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ইরাদ বাহিনীর নিত্যদিনের ঘটনা। এ বিষয়ে থানায় একাধিক মামলা রয়েছে। ভয়ে এলাকার মানুষ তার বিরুদ্ধে কোন কথা বলে না। সর্বশেষ প্রকাশ্য দিবালোকে আব্দুল কাদির নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি করা হয় তাকে।
বৃহস্পতিবার দুপুরে ওই হত্যার প্রতিবাদে প্রথমে বিক্ষোভ মিছিল এবং পরে মানববন্ধন করে এলাকাবাসী।বিক্ষোভ মিছিলটি হালুয়াঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীর দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান।
উল্লেখ্য, বৃদ্ধ আব্দুল কাদির হত্যার ঘটনায় গত ১ অক্টোবর নিহতের ছেলে ফরিদ মিয়া বাদী হয়ে স্বদেশী ইউনিয়নের চেয়ারম্যান ইরাদসহ ১৬ জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ওইদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাধুর বাজার এলাকা থেকে জিহাদ সিদ্দিকী ইরাদসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com