ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে নিরাপত্তা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ১১টায় ঝিনাইগাতী থনাার নবাগত ওসি মোহাম্মদ ফায়েজুর রহমানের সভাপতিত্বে ও ওসি তদন্ত সরোয়ার হোসেনের সঞ্চালনায় ঝিনাইগাতী থানার সভা কক্ষে নিরাপত্তা নিশ্চিত বিষয়ে বক্তব্য রাখেন- পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সেন গুপ্ত, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজীৎ রায়।
মতবিনিময় সভায় অন্যান্যেরর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, মহিলা আওয়ামী লীগের নেত্রী আয়শা সিদ্দিকা রুপালীসহ ১৭টি পূজামন্ডপের সভাপতি/সম্পাদক দ্বয়।
মোহাম্মদ দুদু মল্লিক