শ্রীবরদী (শেরপুর) : দেশের বিভিন্নস্থানে ধর্ষণ, হত্যা ও যৌন হয়রানীসহ নারী নির্যাতনের প্রতিবাদে ধর্ষকদের ফাঁসির দাবি তুলে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন করেছে ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন বিডি বাইক হান্টারস।
বৃহস্পতিবার দুপুরে পৌরহরের এমএনবিপি সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে উপজেলা পরিষদ সড়কে আধাঘন্টাব্যাপী এ মানব বন্ধন হয়। বিডি বাইক হান্টারস এর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ মতিন, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, এমএনবিপি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রুপন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, বিডি বাইক হান্টারস এর এডমিন আরিফুল ইসলাম রনি, এডমিন এএস আজিজুল হাসান ওমান, রুহুল আমিন, আলী আজম মুক্ত, মিনহায আমিন, মিজান মিয়া, আরমান হক, নাঈম, মোসাব্বির প্রমূখ। বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। এতে বিডি বাইক হান্টারস এর সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।