মেহেদী হাসান সাকিব, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে ড্রামট্রাক চাপায় তাইয়্যিব হাসান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার গোজাকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাইয়্যিব ওই গ্রামের শফিকুল ইসলামর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী এলাকার জনৈক চালক প্রতিদিনের মতো গোজাকুড়া ইমদাদুল হক কাজল মাস্টারের আঙিনায় রাতে ড্রামট্রাক রেখে যায়। সকাল সাড়ে সাতটার দিকে এসে ওই চালক ড্রামট্রাক স্ট্রার্ট করে রাস্তায় উঠতে চাইলে আগে থেকে ড্রামট্রাক এর চাকার কাছে বসে খেলাধূলারত তাইয়্যিব অসাবধানতাবশত চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই মাথা থেতলে মৃত্যু হয় শিশু তাইয়্যেব এর। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।