নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী থেকে অভিনব কায়দায় দিনে-দুপুরে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে তিন যুবক। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা শেখেরকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে শেরপুরের চকপাঠক এলাকার আশরাফুলের ছেলে সিএনজি চালক রনি মিয়া, পাকুরিয়া চকপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে জসিম মিয়া ও পাকুরিয়া খামারপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মোশারফ হোসেন এ তিনজন সিএনজিযোগে শেখেরকুড়া আসে। এসময় শেখেরকুড়া গ্রামের অটোচালক মানিক মিয়ার পালিত দুইটি ছাগল রাস্তায় ঘাস খাচ্ছিল। সিএনজিযোগে আগত তিন যুবক ছাগল দুটোকে সিএনজিতে তোলে নেওয়ার চেষ্টা করলে আশপাশে থাকা লোকজন দেখে ফেলে ও তাদের আটক করে। পরে লোকজন জড়ো হয়ে গেলে তাদের মোমেনা মার্কেট নিয়ে আটকে রেখে খবর পাঠিয়ে পুলিশে সোপর্দ করা হয়।