ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে উপজেলার হাতিবান্দা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার (কাজী) জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ দণ্ড প্রদান করেন।
সূত্র জানায়, বুধবার রাতে পাগলারপাড় গ্রামের আব্দুর রহিমের কন্যা ও স্থানীয় আদর্শ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী রীতি আক্তার (১৩) কে বিয়ে দেওয়া হয় শেরপুর সদর উপজেলার কালিগঞ্জ দমদমা মহল্লার জনৈক মোরাদের সাথে। এ বিয়ের রেজিস্ট্রি করান হাতিবান্ধা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ও সহকারি কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বাল্যবিয়ে বন্ধ করতে আব্দুর রহিমের বাড়ি যান। তাদের উপস্থিতি টের পেয়ে বরযাত্রী ও নিকাহ রেজিস্ট্রার দৌড়ে পালিয়ে যায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ কনের অভিভাবকের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নেন। পরদিন বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নিকাহ রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমকে ডেকে পাঠিয়ে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।