আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়িতে ধানক্ষেত থেকে বাবু (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাদিলাহাট-বিরামপুর রাস্তার পাশের ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত বাবু বেদদিঘী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বাবু তার চার্জার ভ্যান নিয়ে প্রতিদিনের ন্যায় ফুলবাড়ি, মাদিলাহাট, বিরামপুরসহ বিভিন্ন জায়গায় ভাড়ায় চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। রাতে সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ভাবে হয়ত সে দূরে কোথাও ভাড়া নিয়ে গেছে। কিন্তু শুক্রবার সকালে মাদিলাহাট-বিরামপুরগামী পথচারীরা রাস্তার পাশের ধানক্ষেতে পড়ে থাকা একটি লাশ দেখে বলিভদ্রপুর ও বড়নগরে সংবাদ দিলে স্থানীয় লোকজন লাশ শণাক্ত করে ফুলবাড়ি থানায় সংবাদ দেয়। পরে ফুলবাড়ি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের সময় বাবুকে গলাকেটে হত্যা করে ধানক্ষেতে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা।