শ্রীবরদী (শেরপুর) : “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের শ্রীবরদীতে সুজন (সুশাসনের জন্যে নাগরিকের) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ অক্টোবর শনিবার ১১টা থেকে ১২ পর্যন্ত পৌর শহরের চৌরাস্তা মোড়ের শহীদ মিনারের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুজন-সুশাসনের জন্যে নাগরিকের উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক রেজাউল করিমের সভাপতিত্বে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা সুজন-সুশাসনের জন্যে নাগরিকের সাবেক সভাপতি শাহ কোহিনুর হোসেন, উপজেলা শুভ সংঘের সাধারণ সম্পাদক দন্ত চিকিৎসক ইমরুল কায়েস লিকসন, পৌরসভার সুজন-সুশাসনের জন্যে নাগরিকের সভাপতি লিটন প্রসাদ রায়, সাধারণ সম্পাদক লিটন চন্দ পাল, পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমান, কাকিলাকুড়া ইউনিয়ন সভাপতি শাজু সরকার, তাতিহাটি ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরল আমিন সাদা ও দীলিপ কুমার প্রমুখ। এ সময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।