1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

কলাপাড়ায় উপকূলীয় অঞ্চলে স্থায়িত্বশীল উন্নয়নে প্রশিক্ষণ ও প্রতিনিধি নির্বাচন বিষয়ক কর্মশালা

  • আপডেট টাইম :: রবিবার, ১১ অক্টোবর, ২০২০
Exif_JPEG_420

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় উপকূলীয় অঞ্চলে স্থায়িত্বশীল উন্নয়নে প্রশিক্ষণ ও প্রতিনিধি নির্বাচন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদেশ-এর আয়োজনে কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠেনের প্রতিনিধি ও স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া উপজেলা শাখার সদস্য সচিব সিনিয়র সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নুর সঞ্চলনায় প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়াটার কিপারস’র গবেষক আরাফাত জুবায়ের, পরিবেশ আন্দোলন মোংলা জোনের সভাপিত নূরে আলম, কলাপড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম মোশাররফ মিন্টু। এছাড়া অন্যান্যদের বক্তব্য রাখেন- সাংবাদিক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, মিলন কর্মকার রাজু, রুম্মান ইমতিয়াজ তুষার, ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফরিদ উদ্দিন, উপকূলী জনকল্যাণ সংঙ্গের সভাপতি জয়নাল আবেদিন, কলাপাড়া উপজেলা নদী সুরক্ষা কমিটির সম্পাদক পল্লী চিকিৎসক রুহুল আমিন বাচ্চু, নরী নেত্রী মর্জিনা, মন্নান গাজী প্রমুখ।
বক্তারা দেশের সকল নদীকে ভূমি দস্যুদের হাত থেকে নদী দখলমুক্ত করা, দূষণ রোধে কার্যকরী পদক্ষেপ, ভরাট হয়ে যাওয়া নদীগুলোর নব্যতা ফিরিয়ে আনাসহ নির্বাচিত জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক, সুশীল সমাজের সমন্বয়ে সুসংহত কমিটি গঠনের মাধ্যমে দখল হওয়া নদী পুনরুদ্ধারের দাবী এবং পরিবেশ রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com