নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু উত্তোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা দ্রুত বন্ধে আইনী পদক্ষেপ চেয়েছেন কমিটির কয়েকজন সদস্য। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় বিষয়টি আলোচনায় আসে।
সভার আলোচনা পর্বে বাংলার কাগজ প্রকাশক ও সম্পাদক এবং নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ভোগাই নদীর আন্দারুপাড়া, ফুলপুর, কেরেঙ্গোপাড়া ও মন্ডলিয়াপাড়া মৌজায় জেলা প্রশাসন কর্তৃক চলতি বাংলা সনের জন্য ইজারাকৃত ১৩.৩২ একর জায়গার বাইরে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি আলোকপাত করেন। বিশেষ করে, শিমুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর দিকে যেসব ড্রেজার প্রকাশ্যে চলছে সেসবের কথা তোলে ধরে বলেন, সরকার এ বছর প্রায় সোয়া কোটি টাকা রাজস্ব পেয়েছে বালু মহল ইজারা দিয়ে। অথচ সীমান্ত সড়ক, নাকুগাঁও মহাসড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সবকটি পাকা সড়ক অতিরিক্ত বালু পরিবহণের ফলে যে ক্ষতি হচ্ছে তার পরিমাণ অনেক বেশি। এসময় তিনি অবৈধ বালু উত্তোলন বন্ধের পাশাপাশি পরবর্তী পাঁচ বছর ভোগাই ও চেল্লাখালী নদীর বালু মহাল ইজারা প্রদান বন্ধের সুপারিশ করেন।
পরবর্তীতে বক্তব্যকালে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাস্তাগুলো অতিরিক্ত বালু পরিবহনের ফলে নষ্টের অভিযোগ আনেন। একইভাবে বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর শিমুলতলা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভোগাই নদী তীর ভাঙ্গনের আশঙ্কা প্রকাশ করে জোরালো বক্তব্য রাখেন। বক্তব্যের একপর্যায়ে একই বিষয়ে আলোকপাত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক।
সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক আইনশৃঙ্খলা সন্তোষজনক জানিয়ে বক্তাগণ সম্প্রতি ঘাইলারা গ্রামে গৃহকর্মী ধর্ষণ মামলায় পুলিশি তৎপরতার প্রশংসা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, এসআই ইউনুছ আলী, প্রধান শিক্ষক যোগেন রায়, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।