শেরপুর : ধর্ষকদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে শেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস শেরপুর জেলা শাখার আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক আসাদুজ্জামান মুরাদ এর সঞ্চালনায় গ্রীন ভয়স শেরপুর জেলা শাখার কো-অর্ডিনেটর মারুফুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচি শুরু হয়।
এসময় এক মাসের মধ্যে বিশেষ আইনে ধর্ষকদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আদিল উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, কোষাধক্ষ্য আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।
কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।