মেহেদী হাসান সাকিব : শেরপুরের নালিতাবাড়ীতে ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ এর নতুন কমিটি প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর), শহরের তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনটির নতুন কমিটি প্রকাশ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ডিভাইন হেল্পারস অব বাংলাদেশ’ এক বছর মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এমদাদুল হক মিলকে সভাপতি এবং মোহাম্মদ মানিক মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে ডিভাইনের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়জুর রহমান সজীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক কাজল। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ডিজাইনের সভাপতি সোহাগী আক্তার, সাধারণ সম্পাদক ইমন খান, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শশধর বর্মন প্রমুখ।