মেহেদী হাসান সাকিব, স্টাফ রিপোর্টার : প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা। চলছে অবিরাম নির্বাচনী গণসংযোগ। এ বাড়ি থেকে ও বাড়ি, এ দোকান থেকে ও দোকান, এ ভোটার থেকে ও ভোটার। এভাবেই দিনরাত ঘাম ঝরিয়ে স্বপক্ষে সমর্থন চেয়ে প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন আসন্ন নালিতাবাড়ী পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু। প্রয়াত আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আব্দুল হালিম উকিলের ছোট ভাই হওয়ার সুবাদে তার পালে হাওয়াও লাগছে বেশ।
স্থানীয় ভোটারেরা জানিয়েছেন, দুয়ারে দুয়ারে পৌছানো, বয়োজ্যেষ্ঠ, ধীরস্থির, উকিল চেয়ারম্যান এর ভাই, ভৌগলিক দিক থেকে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে পারিবারিক আধিপত্য- সবমিলে হাবিবুর রহমান ডিপু বর্তমানে অন্য প্রার্থীদের তুলনায় রয়েছেন বেশ আলোচনায়। বর্তমানে যে ক’জন প্রার্থী মাঠে সরব তন্মধ্যে দিপু রয়েছেন অনেকটা এগিয়ে। বিশেষ করে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এ এগিয়ে থাকা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
এদিকে নির্বাচনী ব্যয় সামলে নিতেও নাকি ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি- এমন মতামত তার ঘনিষ্টজনদের। নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, দলীয় মনোনয়ন নিতে তিনি সবধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেলে নানা কারণেই ভোটারদের মন কেড়ে বিজয় ছিনিয়ে আনবেন- এমনটাও আত্মপ্রত্যয়ী হাবিবুর রহমান ডিপু ও তার সমর্থকরা।