শেরপুর : শেরপুর সদর উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নলবাইদ ও মোবারকপুরে পৃথক এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার নলবাইদ গ্রামের দিনমজুর কালু মিয়ার দেড় বছর বয়সী কন্যা সোনিয়া বেলা বারোটার দিকে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে একই দিন দুপুরে শহরের মোবারকপুর এলাকায় মৃগী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে সাত বছর বয়সী হেনা আক্তার নামে অপর এক কন্যা শিশু।