1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

নালিতাবাড়ী থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৯শ পিস ইয়াবা ও ৮শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী আন্দারুপাড়া ও পূর্ব সমশ্চুুড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
সূত্র জানায়, সকাল সাড়ে আটটা থেকে প্রায় দশটা পর্যন্ত আন্দারুপাড়া বারমারী বাজার সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ফজর আলীর ছেলে ফারুক আহম্মেদকে (৩২) ৯শ পিস ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
অপরদিকে সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত পূর্ব সমশ্চুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩শ গ্রাম গাঁজাসহ মৃত আরফান আলীর ছেলে আব্দুল করিমকে (৫৮) হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিহুর রহমান, পরিদর্শক এনামুল হক ও উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে আটককৃতদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে পুলিশে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com