1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

শেরপুরে নকল সোনার বারসহ যুবক আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

শেরপুর : শেরপুরে নকল সোনার বারসহ আরিফ হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে সিআইডি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে শহরের বটতলা এলাকায় আরিফকে আটক করা হয়।
আটককৃত আরিফ হোসেন শহরের তাতালপুর মীর্জাপুর এলাকার জনৈক আব্দুস সাত্তারের ছেলে। আটকের সময় তার কাছে প্রায় ৫ ভরি ওজনের একটি নকল সোনার বার পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি।
সিআইডি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ একটি চক্র তামার উপর সোনার প্রলেপ দিয়ে অবিকল সোনার ন্যায় এসব বার বানিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করে প্রতারণা করে আসছিল এই চক্রটি। সিআইডি এই চক্রকে ধরতে বেশ কিছুদিন ধরে তৎপরতা চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ওই চক্রের একজনকে আটক করা হয়।
আটককৃত আরিফ হোসেন জানিয়েছে, সে জামালপুর জেলার মেলান্দহ এলাকার শ্যামল নামে এক স্বর্ণ ব্যবসায়ি এক হাজার টাকার বিনিময়ে এসব নকল সোনার বার শেরপুরের বেশ কিছু লোকের কাছে বিক্রি করেন। আমরা বিভিন্ন দামে ওই বার স্বর্ণ বলে সাধারণ মানুষের কাছে বিক্রি করে থাকি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com