শ্রীবরদী (শেরপুর) : দীর্ঘদিন যাবত সংস্কার না করা ও পাহাড়ি ঢলে বিধ্বস্ত শেরপুরের শ্রীবরদীর পাহাড়ি এলাকা রাবার বাগান হতে বাবেলাকোনা কাঁচা সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কারে নেমেছেন স্থানীয় শতাধিক যুবক। উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমার নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ক্ষত বিক্ষত সড়ক সংস্কার করে চলাচলের কিছুটা উপযোগি করা হয়েছে।
স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে যোগদেয়া যুবকরা জানান, দীর্ঘদিন যাবত সড়কটি সংস্কার হয়নি। এছাড়াও ক্রমাগত পাহাড়ি ঢল। এতে কাঁচা সড়কটির বিধ্বস্ত হয় রাবার বাগান থেকে বাবেলাকোনা প্রায় দুই কিলোমিটার। ফলে চরম দুর্ভোগে পড়েন বাবেলাকোনা, হারিয়াকোনা, চান্দাপাড়া, দিঘলাকোনা ও কুমারগাতিসহ ১০টি গ্রামের মানুষ। এছাড়াও এখানে রয়েছে এনজিও অফিস, মিশন, গীর্জা, মসজিদ, কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প, ফরেষ্ট অফিস ও রাবার বাগানসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এলাকাবাসীসহ যাতায়াতকারীদের দুর্ভোগের কবল থেকে রক্ষা করতে স্থানীয় শতাধিক যুবক এ উদ্যোগ নিয়েছেন।
এ সময় উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা বলেন, সামান্য বৃষ্টি হলে বন্ধ হয় চলাচল। কেউ অসুস্থ্য হলেও নিয়ে যাওয়া কষ্ট সাধ্য। সাইকেল, ভ্যানগাড়ী ও ট্রলি ব্যাতিত অন্য কোনো যান বাহন এ সড়কে যাতায়াত করতে পারেনা। এ জন্য নিজেরাই চাঁদা দিয়ে দুপুরে খাবার আয়োজন করে সড়কটি সংস্কার করছি। তবে সড়কটি পাকা হলে বদলে যাবে পাহাড়ি এলাকা। এমনটাই মনে করেন স্থানীয় বাসিন্দাসহ সচেতন মানুষরা।