শ্রীবরদী (শেরপুর) : ”মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার”- এ স্লোগানকে সামনে রেখে গ্রামীণ সড়ক রক্ষণবেক্ষণ মাস উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) শ্রীবরদী উপজেলার উদ্যোগে সড়ক সংস্কার কাজ শুরু করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে মোবাইল মেইন্টেনেন্সের মাধ্যমে কুরুয়া থেকে কালীবাড়ী রাস্তার ছোট-বড় খানা-খন্দকগুলোর সংস্কার কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসাইন, উপ-সহকারি প্রকৌশলী শরাফ উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী মেহেদি হাসান সহ উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও আরইআরএমপি প্রকল্পের আওতায় কর্মজীবি মহিলাদের মাধ্যমে উপজেলার বিভিন্ন রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় শ্রীবরদীতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন করা হয়।