নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে নিষিদ্ধ সীমানা থেকে বালু উত্তোলনের দায়ে শ্যালুচালিত তিনটি ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন। একইসঙ্গে ভারতীয় মদ জব্দ করে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা এলাকায় উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ব্যাটালিয়ন আনসারের যৌথ টাস্কফোর্স এ অভিযান চালায়।
সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আন্দারুপাড়া-বুরুঙ্গা এলাকায় চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজের নিষিদ্ধ ৫শ মিটারের মধ্যে শ্যালুচালিত তিনটি ড্রেজার ধ্বংস করা হয়। তবে ড্রেজারের মালিক ও শ্রমিকরা আগেই বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়।
এছাড়াও বারমারী বটতলা মিশন মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে শাহীন মিয়া (২৫) নামে এক অটোচালককে আটক করে তল্লাসী চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত শাহীন ঝিনাইগাতি উপজেলার আমির আলীর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জানান, নিষিদ্ধ এলাকা থেকে বালু উত্তোলনে জড়িতদের হাতেনাতে পাওয়া যায়নি। হাতেনাতে পেলে গ্রেফতার করে মামলা দেওয়া যেতো। তবে এর নির্দেশদাতা হিসেবে জনৈক শহিদুল ও বিল্লালের সম্পৃক্ততা পেয়েছি। এখন বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে।