মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ): করোনা মহামারীতে সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছেন হালুয়াঘাটের ব্যবসায়ীরা।
জনতা ব্যাংক হালুয়াঘাট শাখার গ্রাহক ও হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাবেক সভাপতি নাদিম আহমেদ জানান, আমরা দীর্ঘদিন যাবত স্বল্প সুদে সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনা (ঋণ) পাওয়ার জন্য একাধিকবার ব্যাংকে যোগাযোগ করলেও শুধুমাত্র হালুয়াঘাট সাব-রেজিস্ট্রার অফিস কর্তৃক এনওসি সরবরাহ না করার কারনে প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছি।
হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি সাহাব উদ্দিন ওমর সাকী জানান, আমাদের অনেক ব্যবসায়ীরা সাব-রেজিস্ট্রার কর্তৃক সরবরাহকৃত এনওসি না পেয়ে ব্যাংক ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন। তাছাড়া পুঁজি সংগ্রহ করে ব্যবসা করতে না পাড়ায় মানবেতর জীবন যাপন করছেন।
জনতা ব্যাংক হালুয়াঘাট শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ জানান, করোনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আমরা প্রণোদনা দিতে প্রস্তুত। শুধুমাত্র এনওসি না থাকায় গ্রাহকদের আমরা প্রণোদনা ঋণ দিতে পারছি না। যদি ব্যবসায়ীরা এনওসি সরবরাহ করতে না পারেন তবে সরকারি প্রণোদনা ফেরত যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোনালী ব্যাংক হালুয়াঘাট শাখার ব্যবস্থাপক আশরাফুল ইসলাম জানান, এ বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে সৃষ্ট সমস্যা সমাধান কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবগত করেছি।
হালুয়াঘাট উপজেলার সাব-রেজিস্ট্রার আয়েশা সিদ্দিকা জানান, ২০০৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আমাদের ভলিয়ম আপডেট আছে। বাকী ৫ বছর আপডেট না থাকায় আমরা এনওসি দিতে পারছি না। তবে ব্যবসায়ীরা আমাদের সাথে যোগাযোগ করলে জেলা সাব-রেজিস্ট্রারের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, সরকারি প্রণোদনা ব্যবসায়ীদের প্রাপ্য অধিকার। তবে সকল অফিস একটি সিস্টেমে পরিচালিত হয়। আমি আহবান জানাব উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সাব-রেজিস্ট্রার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।