নালিতাবাড়ী (শেরপুর) : কোনভাবেই যেন ঠেকানো যাচ্ছে না মৃতদেহের কঙ্কাল চুরি। অপরাধীরা ধরাছোয়ার বাইরে রয়ে যাওয়ায় এ আতঙ্ক এখন নিত্য-নৈমিত্তিক। কয়েকদিনের ব্যবধানে ঘটছে মৃতদেহের কঙ্কাল চুরির ঘটনা। এরই ধারাবাহিকতায় ফের নালিতাবাড়ী থেকে কঙ্কাল চুরি হয়েছে মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেখেরকুড়া গ্রামের দেওয়ান বাড়ির পারিবারিক কবরস্থান থেকে তিনটি মৃতদেহের কঙ্কাল চুরি হয়। গত এক বছরের ব্যবধানে এসব মরদেহ কবরস্থ করা হয়। কঙ্কাল চুরি যাওয়া মরদেহগুলো হলো- আব্দুল মোতালেব দেওয়ান, আব্দুল কাদির ও আনোয়ারা খাতুন। প্রতিনিয়ত কঙ্কাল চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চুরি যাওয়া কঙ্কালের মরদেহের স্বজনেরা।