স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগে রোববার বেলজিয়ামের মতো দলকে হারিয়েছিল ইংল্যান্ড। বুধবার রাতে কিনা সেই ইংল্যান্ডই ঘরের মাঠে হেরে গেল ডেনমার্কের কাছে। এমন হার তাদের রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে। ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। যেখানে শীর্ষে থাকা দলটিই কেবল পরের রাউন্ডে উন্নীত হবে।
অবশ্য ইংল্যান্ডের হারের পেছনে যথেষ্ট কারণ রয়েছে। ৩১ মিনিটের মাথায় সেন্টার ব্যাক গ্যারি মাগুইর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর বাকি সময় তাদের ১০ জন নিয়েই খেলতে হয়।
এরপর ৩৫ মিনিটে ডেনমার্ককে পেনাল্টি উপহার দেয় ইংলিশরা। টটেনহ্যামের হয়ে খেলা ডেনমার্কের জর্ডান পিকফোর্ড পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত এই গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।
অবশ্য শেষ হওয়ার মহূর্তে ইংল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিটা হয়ে দেখা দেয় রিসে জেমসের লাল কার্ড। শেষ মুহূর্তে হাতাহাতির ঘটনায় লাল কার্ড দেখেন তিনি।
এই হারে ঘরের মাঠে টানা ৯ জয়ের রেকর্ডে ছেদ পড়লো ইংল্যান্ডের। অন্যদিকে ১৯৮৩ সালের পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেল ডেনমার্ক।