যশোর: যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রাম থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মহিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পলাতকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।