নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় অগ্নিকান্ডে ভস্মিভূত হয়েছে সামেদুল ইসলাম নামে এক দরিদ্র কৃষকের একমাত্র বসতঘর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পিঁপড়ি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সূত্র জানায়, বিকেলে পিঁপড়ি এলাকায় দরিদ্র কৃষক ছামিদুলের একমাত্র বসতঘরে আকস্মিক আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বেশ কিছুক্ষণ চেষ্টার পর এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে সামিদুলের বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়ে যায়। এতে দরিদ্র পরিবারটির ঘরের যাবতীয় মালামাল, জমির দলিলপত্র, সরকারী সহায়তার বিভিন্ন কার্ড ও টাকাসহ সবকিছু। সবমিলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ কৃষক।
ক্ষতিগ্রস্থ পরিবার প্রধান সামিদুল জানায়, তার ঘরের বৈদ্যুতিক মিটারে সমস্যা থাকায় প্রায় এক বছর আগে মিটার পরিবর্তন করতে অনলাইনে আবেদন করেন। কিন্তু তা পরিবর্তন করে দেয়নি স্থানীয় বিদ্যুৎ বিভাগ। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মিটারের এ ত্রুটি থেকেই সর্টসার্কিট হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেতে পারে।