নালিতাবাড়ী (শেরপুর) : নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই নদীর নিষিদ্ধ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে হাশেম আলী (২৫) নামে এক বালু শ্রমিককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম বিশেষ ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন।
সূত্র জানায়, প্রশাসন কর্তৃক বারবার নিষেধাজ্ঞা সত্বেও ভোগাই নদীর নিষিদ্ধ তীরবর্তী এলাকা থেকে বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। শনিবার বেলা এগারোটা থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সঙ্গে নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করে ভোগাই নদীর বিভিন্ন এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার শিমুলতলা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলার বুরুঙ্গা গ্রামের হুরমুজ আলীর ছেলে হাশেম আলীকে হাতেনাতে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড, দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ের আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এছাড়া অন্য একটি স্থান থেকে একটি শ্যালুচালিত ড্রেজার জব্দ করে তা অকার্যকর করা হয় এবং অবৈধভাবে উত্তোলিত প্রায় ১শ ঘনফুট বালু জব্দ করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম জানান, যেখানেই অবৈধ বালু পাওয়া যাবে সেখানেই অভিযান করে বালু ও সরঞ্জামাদি জব্দ করা হবে। কোন অজুহাতেই অনুমোদনহীন স্থান থেকে বালু উত্তোলন করা যাবে না।