1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় উমর গুলের

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ প্রায় ২০ বছর ক্রিকেটে পদচারণা শেষে পেশাদার ক্যারিয়ার থেকে বিদায় নিলেন পাকিস্তানি পেসার উমর গুল। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে বেলোচিস্তানের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী এই ডানহাতি পেসার।

তবে বিদায় রাঙেনি এই ক্রিকেটারের। নিজের ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তার দল। আগে ব্যাট করে তার দল বেলুচিস্তান করেছিল ১৬১ রান। জবাবে মাত্র ১০.৪ ওভারেই জয়ের লক্ষে পৌঁছে যায় সাউদার্ন পাঞ্জাব, এর মধ্যে গুলের ২ ওভার থেকেই ৩৪ রান নিয়েছে তারা।

লম্বা ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে আবেগে ভেঙে পড়েন উমর গুল। কান্নায় ভেঙে পড়েন মাঠেই। সতীর্থ-প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন। দুই দলের খেলোয়াড়রা মিলে দেন গার্ড অব অনার।

বিদায়ী বক্তব্যে গুল বলেন, ‘প্রায় দুই দশক ধরে নিজের ক্লাব, শহর, প্রদেশ এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা অনেক বড় সম্মানের। আমি শুরু থেকে শেষপর্যন্ত ক্রিকেট উপভোগ করেছি। এটা আমাকে কঠোর পরিশ্রম, শ্রদ্ধা, আত্মনিবেদন ও অধ্যবসায়ের শিক্ষা দিয়েছে। এ যাত্রায় আমি এমন অনেক মানুষের সঙ্গ পেয়েছি, যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আমাকে। আমি তাদেরকে এবং আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরও যোগ করেন, ‘আমার পুরো ক্যারিয়ারে সমর্থন দিয়ে যাওয়া ভক্তদের আমি অনেক ধন্যবাদ জানাই। তারা আমার জন্য বড় অনুপ্রেরণা ছিল, বিশেষ করে যখন কোনোকিছু আমার পক্ষে ছিল না। সবশেষ আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যাদের সাহস-অনুপ্রেরণায় আমি ক্রিকেট খেলতে পেরেছি এবং আত্মত্যাগের কল্যাণে বিশ্বের বিভিন্ন দেশ সফর করতে পেরেছি। আমি কিছুদিন ক্রিকেট থেকে বাইরে পরিবারের সঙ্গে থাকব। তবে একেবারে ক্রিকেটের বাইরে থাকা অনেক কঠিন। আবার ফিরব ক্রিকেটে।’

২০০১-০২ মৌসুমে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল গুলের। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হয় ওয়ানডে অভিষেক দিয়ে আন্তর্জাতিক পথচলা শুরু এই ক্রিকেটারের। একই বছর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে হয় টেস্ট অভিষেক। পাকিস্তানের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচটি প্রায় চার বছর আগে খেলেছেন গুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com