শ্রীবরদী (শেরপুর) : “নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ”-এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী র্যালী ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শ্রীবরদী থানা পুলিশের আয়োজনে উপজেলার ১৩টি বিটে একযোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ উপলক্ষে শ্রীবরদী পৌরসভা বিটের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রীবরদী এপিপিআই মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোর্য়াটার) মো. মাহমুদুল হাসান ফেরদৌস।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আবু সাইদ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী লাল, মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম মুন্সি বীর প্রতীক বার। ওসি (তদন্দ) বন্দে আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ হাবি, সাবেক কাউন্সিলর পৌর আ’লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, শিক্ষার্থী মনিকা আক্তার ও মরিন প্রমুখ।
উল্লেখ্য, শ্রীবরদীতে পৌরসভা বিট পুলিশিং, সদর ইউনিয়ন বিট পুলিশিং, তাতিহাটি ইউনিয়ন বিট পুলিশিং, রানিশিমুল ইউনিয়ন বিট পুলিশিং, কাকিলাকুড়া ইউনিয়ন বিট পুলিশিং, সিংগবরুণা ইউনিয়ন বিট পুলিশিং, গড়জরিপা ইউনিয়ন বিট পুলিশিং, গোশাইপুর ইউনিয়ন বিট পুলিশিং, কুড়িকাহনিয়া ইউনিয়ন বিট পুলিশিং, ভেলুয়া ইউনিয়ন বিট পুলিশিং ও খড়িয়াকাজির চর ইউনিয়ন বিট পুলিশিং-এ একযোগে সকাল ১০ টায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ, সাংবাদিক, ইমাম ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।