1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’-এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ) সকাল ১০টায় ঝিনাইগাতী সদর, মালিঝিকান্দা, হাতীবান্দা, কাংশা, ধানশাইল, নলকুড়া ও গৌরীপুর ইউনিয়নে একযোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাধারণ নারীর পাশাপাশি পুরুষরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ারুল্লাহ, যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলমসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অপরদিকে মালিঝিকান্দা ইউনিয়নের ৭নং বিটের নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন- ওসি তদন্ত সরোয়ার হোসেন, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম খান, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা, বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার, জাসদের উপজেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামসহ আরো অনেকেই। বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
এসময় জরুরী সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন পুলিশের কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com