1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

হাই হিল পরলে যেসব ক্ষতি হতে পারে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

লাইফ স্টাইল ডেস্ক : বর্তমান যুগের নারীরা প্রায় সবাই অত্যধিক ফ্যাশন সচেতন। পোশাক-পরিচ্ছদে তারা সব সময়ই আধুনিক। হাই হিলও তেমনই একটি ফ্যাশন অনুষঙ্গ তাদের জন্য। হাই হিল পছন্দ করেন না বা পরেন না- এমন নারী খুঁজে পাওয়া কঠিন। তবে হাই হিল পরলে ক্ষতিও হতে পারে।

গবেষণায় দেখা গেছে, যাদের বয়স ১৮-২৪ বছর; তারাই সবচেয়ে বেশি (৪৯% মেয়ে) হাই হিল পরিধান করেন। অনেকেই আছেন, যাদের নিত্যদিনের হাঁটার সঙ্গী এ হাই হিল। কিন্তু কথা হলো, এ হাই হিল আসলে কতটা নিরাপদ? একবারও কি আমাদের নারীরা এ ব্যাপারে ভেবেছেন?

আসুন তাহলে জেনে নেওয়া যাক, হাই হিল পরলে কী কী ক্ষতি হতে পারে-

রক্তনালী সংকোচন: হাই হিল সাধারণত একটু আঁটোসাঁটো ও চোখা আকৃতির হয়। যাতে এটি দেখতে ফ্যাশন্যাবল মনে হয়। কিন্তু এ আঁটোসাঁটো হাই হিলের কারণে পায়ে থাকা রক্তনালীগুলোয় রক্তপ্রবাহ অনেকাংশে কমে যায়। ফলে রক্তনালী সংকুচিত হয়ে যায়। পরবর্তীতে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত চাপ সৃষ্টির ফলে রক্তনালী ছিঁড়ে যেতে পারে। যেটি খুবই ভয়ঙ্কর।

জয়েন্টে ব্যথা: হাই হিল পরিধান করলে স্বাভাবিকের তুলনায় উচ্চতা বেড়ে যায়। ফলে চলাচলে নানা ধরনের বিঘ্নতা সৃষ্টি হয়। কারণ উচ্চতা বাড়ার জন্য আমাদের হাঁটার যে স্বাভাবিক গতি-প্রকৃতি, সেটি বদলে যায়। পা একদম সোজাভাবে থাকে। ফলে বাঁকানো যায় না। এজন্য হাঁটুতে প্রচুর চাপ পড়ে এবং জয়েন্ট পেইন শুরু হয়। যেটি একেবারেই কাম্য নয়। আমেরিকান অ্যাসোসিয়েশন অব অর্থোপেডিক সার্জনের তথ্যমতে, এ জয়েন্ট পেইনই ধীরে ধীরে আর্থাইটিসে রূপ নেয়।

jagonews24

ব্যাক পেইন: হাই হিল পরলে হাঁটার সময় এটি পেলভিসকে প্রভাবিত করে। ফলে কোমরের উপর প্রচুর চাপ পড়ে। যা পরবর্তীতে ব্যাক পেইনে রূপ নেয়। অনেক সময় এ ব্যাক পেইন আবার অস্টিপোরোসিসের কারণ হয়ে দাঁড়ায়।

পায়ে ব্যথা: গবেষণা বলছে, হাই হিলের আকৃতি ও গঠন আলাদা হওয়ায় কয়েক দিন পরলেই পায়ে, পায়ের তলা অথবা গোড়ালীতে ব্যথা হতে পারে।

মেরুদণ্ড বেঁকে যায়: গবেষণায় দেখা গেছে, প্রতিনিয়ত হাই হিল পরলে মেরুদণ্ডের আকৃতি পাল্টে বেঁকে যেতে পারে।

হাঁটুতে ব্যথা: অস্বাভাবিক অবস্থানের জন্য কিছুদিন হাই হিল পরার ফলে হাঁটুতে ব্যথা হতে পারে। এটি কিছুদিন পর অস্টিওআর্থাইটিসে রূপ নিতে পারে।

jagonews24

কেমন হিল পছন্দ করবেন?
১. হাই হিলের উচ্চতা ২ ইঞ্চির মধ্যে রাখুন।
২. দুপুরের পরে জুতা কিনুন। কারণ এ সময়ে জুতা সবচেয়ে বেশি প্রসারিত অবস্থায় থাকে।
৩. তলা সমতল এমন জুতা পছন্দ করুন।
৪. আরামদায়ক জুতা পছন্দ করুন।
৫. অল্প কয়েক ঘণ্টার জন্য এ ধরনের জুতা পরুন।
৬. সাধারণ পোশাক পরিধান করুন।
৭. অর্থোপেডিক প্যাড ব্যবহার করুন।
৮. হিলকে প্রসারিত করুন।
৯. বিভিন্ন সময়ে ভিন্ন ধরনের জুতা ব্যবহার করুন।

আসুন স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাই হিল পরিহার করি। সুস্থ-সবল জীবনযাপন করি। একটু সচেতনতাই পারে আমাদের সুস্থ রাখতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com