1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২০ অপরাহ্ন

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪, আহত ১২০

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

আন্তর্জতিক ডেস্ক: তুরস্কের এজিয়ান উপকূলীয় শহর ইজমিরে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২০ জনের বেশি।

শুক্রবার (৩০শে অক্টোবর) তুরস্কের এজিয়ান উপকূল এবং গ্রিসের সামোন উপকূলের উত্তরাংশে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। এতে ধসে গেছে বেশকিছু ভবন। ভবনের মধ্যে আটকে রয়েছে অনেক মানুষ, তাদের উদ্ধারে অভিযান চলছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল তুরস্কের ইজমির প্রদেশে। পার্শ্ববর্তী অ্যাথেন্স এবং ইস্তাম্বুলেও কম্পন অনুভূত হয়েছে। ইজমির শহরের অন্তত ২০টি বহুতল ভবন ধসে পড়েছে।

ইজমিরের মেয়র জানান, ভূমিকম্পে অন্তত ২০টি ভবন ধসে গেছে। এসব ভবনে আটকে আছে অনেকেই, ফলে বহু হতাহতের শঙ্কা করছে প্রশাসন। এদিকে ভূমিকম্পের প্রভাব পড়েছে বুলগেরিয়া, সাইপ্রাস, মিশর, লিবিয়া, যুক্তরাজ্য এবং উত্তর মেসিডোনিয়াতেও।

এর আগে ১৯৯৯ সালে তুরস্কের ইজমিরে শক্তিশালী এক ভূকম্পনে অন্তত ১৭ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!