আন্তর্জাতিক ডেস্ক: করোনা আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে গিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরস আধানম গেব্রিয়াসাস। তবে তিনি সুস্থ আছেন এবং করোনার কোন উপসর্গ তার নেই বলেও এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন।
এদিকে এপ্রিলেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম।যুক্তরাজ্যের সংবাদ পত্র ‘দি সান’ রাজপ্রাসাদের এক সোর্সের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে।
প্রিন্স চার্লসের করোনা শনাক্ত হওয়ার সময়ই উইলিয়াম আক্রান্ত হন, তবে সেসময় বিষয়টি প্রকাশ করা হয়নি। করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হয়ে গেছে বিভিন্ন দেশে। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে ইংল্যান্ডে চলা একমাসের লকডাউন আরো বাড়তে পারে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কেবিনেট সদস্য।
বিশ্বে করোনায় শনাক্ত ছাড়িয়েছে ৪ কোটি ৬৮ লাখ। মৃত্যু ১২ লাখ ছাড়িয়েছে। এরই মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লাখের বেশি মানুষ।