এক্সক্লুসিভ ডেস্ক : ডেনমার্কের ফ্যারো দ্বীপপুঞ্জে সাগর থেকে পানি আকাশের দিকে ওঠার একটি অবিশ্বাস্য ভিডিও প্রকাশ হয়েছে। স্যামি জ্যাকবসেন নামের ৪১ বছরের এক ব্যক্তি ওই এলাকার সুরয় শৈল শিখর থেকে এই দৃশ্য ধারণ করেছেন। ইয়াহু নিউজ জানিয়েছে, গত সোমবার ভিডিওটি ধারণ করা হয়।
এতে দেখা যায়, ঘূর্ণিবায়ুর মতো পানি সাগর থেকে উঠে শৈল শিখরে যেয়ে পড়ছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এটি পানির ঘূর্ণি ছিল। মূলত তীব্র বাতাসের ঘূর্ণির কারণে টর্নেডোর মতো পানি উপরে উঠে গেছে। অবশ্য পানির এই উপরমুখী ঘূর্ণিটি ছিল দুর্বল। স্বল্প সময় পরই এটি শেষ হয়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি স্টারকে জ্যেষ্ঠ আবহাওয়া কর্মকর্তা গ্রেগ ডিউহার্স্ট বলেছেন, এটি দৃষ্টিনন্দন বিষয় ছিল। পানির নিচে ঘূর্ণি তৈরি হওয়ায় বাতাসের টানে ঢেউ পরিণত হয় সর্পিলাকার স্তম্ভ বা টর্নেডোয়। ফলে, সেই চাপেই পানি উঠে এসেছে পাহাড়ে।
তিনি বলেন, ‘অনির্ধারিত আবহাওয়ায় পানির ঘূর্ণি একেবারে বিরল কিছু নয় যা, চিত্তকর্ষক ভিডিও ও ছবির সৃষ্টি করে’।
ভিডিও :