আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় সন্ত্রাসী হামলার ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীর অনুসন্ধানে অভিযান চলছে। অভিযানের সময় সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন আরও দুইজনসহ আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
স্থানীয় সময় সোমবার রাতে, ভিয়েনার ৬টি এলাকায় হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত এক পুলিশ সদস্যসহ ২২ জন। পরে পুলিশে গুলিতে নিহত হয় এক হামলাকারী। সন্দেহভাজন অপর একজন পালিয়ে যায়। নিহত হামলাকারীর বয়স ২০ বছর বলে জানিয়েছন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। সে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের সক্রিয় সদস্য ছিল। ২২ মাস জেল খাটার পর গত ডিসেম্বরে জেল থেকে ছাড়া পায়। হামলাকারীর নর্থ মেসেডোনিয়া ও অস্ট্রিয়ার দ্বৈত নাগরিকত্ব ছিলো।
এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন চ্যান্সেলর সেবাসচিয়ান কুর্জ। ঘটনার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, কোন হামলার ভয়ে হাল ছাড়বে না ইউরোপ।