আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে এক সেনা কর্মকর্তাসহ ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে দেশটির সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের এক কনস্টেবল রয়েছেন।
শনিবার রাতে জম্মু-কাশ্মীরের কুপওয়ায়া জেলায় লাইন অব কন্ট্রোলের কাছে হতাহতের এ ঘটনা ঘটে। সন্ত্রাসবিরোধী অভিযানে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। নর্দান কাশ্মীরের মাচিল সেক্টরের কাছে এ অভিযান পরিচালনা করা হয়। এপ্রিলের পর সবচেয়ে বড় অভিযানের ঘটনা এটি।
স্থানীয় সময় রাত একটায় বিএসএফের টহল দল লাইন অব কন্ট্রোলে একদল অনুপ্রবেশকারীকে বাধা দেয়। পরবর্তীতে তাদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। নিহত হয় ৩ বিচ্ছিন্নতাবাদী।
এক বিবৃতিতে সীমান্ত নিরাপত্তা বাহিনী জানায়, নিহত বিএসএফ সদস্যের নাম সুদিব সরকার। মাচিল সেক্টরে এ ঘটনার পরই সেখানে অতিরিক্ত শক্তি মোতায়েনের জন্য সেনাবাহিনীকে পাঠানো হয়েছে। সেনাবাহিনী পৌঁছানোর পর ভোর ৪টার দিকে গোলাগুলি বন্ধ হয়। সকাল ১০টায় বেশ কয়েকজন অনুপ্রবেশকারী লাইন অব কন্ট্রোলের দেড় কিলোমিটার দূরে শনাক্ত করা হয়। পরে তাদের মধ্যে নতুন করে শুরু হওয়া বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর এক কর্মকর্তা এবং দুই জোয়ান নিহত হয়। ভারতের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, এদিন সকাল ১০টা ২০ মিনিটের দিকে মাচিল সেক্টরে যাওয়া সেনাবাহিনীর সঙ্গে পুনরায় আমাদের যোগাযোগ হয়। তখন গোলাগুলি চলছিল। দুইয়ের অধিক বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনীর তিন সদস্য হতাহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন। আহত সেনা সদস্যদের উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, শীতে বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আগেই উপত্যকায় সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটাতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। সেনাবাহিনী জানিয়েছে, অনুপ্রবেশের জন্য অনেক সন্ত্রাসী লাইন অব কন্ট্রোলে অপেক্ষা করছে।